চোখের কোণায় জমে থাকা
কান্নাশিশির হতে
চঞ্চু ঘষে জল শুষে নেয় তৃষ্ণার্ত যে পাখি
'ভালোবাসা' নাম দিয়ে তার
বুকের খাঁচায় রাখি।
২৯-০৩-২০২২