হুর পরীরা দূরে থাকুক
থাকুক কাছে প্রাণের রাই
অবিশ্বস্ত কারো হাতে-
আলগা সুখের চাইতে মধুর
তার হাতে এই যত্নে দেয়া দুঃখটাই।
২৫-১০-২০২১