মুসলমানের ঈসা নবি ক্রিশ্চিয়ানের যিশু
মারিয়ামের কোলে এলো কুদরতি এক শিশু!

সৃষ্টিকর্তা রেখে দিলেন রুহুল্লাহ নাম তার
তাকে দিয়ে দূর করালেন ধরার অন্ধকার।

পাপীতাপী অন্ধ কুষ্ট মরতো যারা ধুকে
ছোঁয়ায় যেতো সুস্থ হয়ে জীবন পেতো ফুঁকে।

ন্যায়ের মশাল জ্বেলে প্রচার করতো শান্তির বাণী
কওমের লোক চিনলো না হায় করলো নাফরমানি!

হত্যা করার ষড়যন্ত্রে তুললো যখন শূলে
মহান প্রভু নিলেন তারে ঊর্ধ্বাকাশে তুলে।

নানান জনের নানান প্রশ্ন আজও তাকে ঘিরে
কুরআন বলে শেষ জামানায় আসবেন আবার ফিরে।

দাজ্জালের সব ফেতনা ফ্যাসাদ করবেন তিনি দূর
সেদিন হবে এই পৃথিবী শান্তিতে ভরপুর।

ঈসা নবির জন্মদিনে বাজুক খুশির বীণ
শান্তি আসুক ধরায় ফিরে, শুভ বড়দিন।
২৪-১২-২০২০