শরতের রূপ ফুটেছে অপরূপ
কবির অনন্য কবিতায়
শ্বেত কাশ ফুল বাতাসে খায় দোল
ঝলমল করে ধরা সবিতায়।
স্নিগ্ধ শরতে মনের পরতে
বাজে দেবীর আগমনী সুর
শারদ প্রভাতে উৎসবে মাতে
তাড়ায়ে মহিষাসুর।
দীঘির জল করে টলমল
শাপলা শালুক ফুটে
রূপালী চাঁদ পাতে মায়া ফাঁদ
হর্ষে হৃদয় দুলে ওঠে।
কিষাণ হাসে স্বপ্নে ভাসে
শুরু হবে নতুন ফসল তোলা
হেমন্তে এসে রিক্ততা শেষে
ভরবে ফসলে শূন্য গোলা।
১৯-৯-২০১৭