ভালোবাসা মানে
প্রজাপতি জানে
আর জানে ফুল
জানো নাতো ভাসে
তোমাকে না দেখে
চোখের দুকূল!
১৯-০৪-২০২০
(৬ পদী ৬ অক্ষরা)


প্রেমের কী মানে
মন শুধু জানে
জানে যে বকুল
অশ্রুনীর জানে
জানে যে সুগন্ধি
প্রেয়সীর চুল!
১৯-০৪-২০২০
(৬ পদী ৬ অক্ষরা)


জীবনে দেখার
আছে কত বাকি
জানে মনপাখি
কত কী যে দেখি
চোখে চোখ রাখি
তুমি জানো তা কি?
১৯-০৪-২০২০
(৬ পদী ৬ অক্ষরা)


হাতে হাত রেখে
দূর পথ হেঁটে
যাবো দুইজনে
কত স্বপ্ন দেখি
হবে মাখামাখি
ভাবি মনে মনে!
১৯-০৪-২০২০
(৬ পদী ৬ অক্ষরা)


থমকে দাঁড়াই
কন্ঠরুদ্ধ কথা
থেকে যায় বাকি
যখন তোমার
মায়াময় চোখে
চোখ দুটি রাখি!
১৯-০৪-২০২০
(৬ পদী ৬ অক্ষরা)


ভালোবাসি আমি
তোমাকে অনেক
জানো সুনন্দিতা?
তুমি ছাড়া একা
বড় বেশি একা
জানো কি তুমি তা?
১৯-০৪-২০২০
(৬ পদী ৬ অক্ষরা)


তুমি নেই আজ
নেই তুমি ঠিক
আগেরই মতো
যে মন তোমার
দেখে এই চোখ
কষ্ট বোঝে যেতো!
১৯-০৪-২০২০
(৬ পদী ৬ অক্ষরা)


আগে ছিলো কত
রাধিকার মতো
হদয়ের টান
একটু হেসেই
ভুলে যেতে জমা
সব অভিমান।
১৯-০৪-২০২০
(৬ পদী ৬ অক্ষরা)
কবিতার নতুন একটি ধারা সৃষ্টির প্রয়াস। চতুর্দশপদীর মতো ৬ পদ ৬ অক্ষর। সমিল অমিল দুই-ই হতে পারে। ভালো লাগলে আসুন সবাই লিখি। প্রতিষ্ঠিত হোক কবিতার নতুন একটি ধারা।