আমার প্রাণের
স্বাধীন স্বদেশ
ভালো নেই আজ
করোনা দাপটে
ক্ষুধিতের সারি
নেতারা নিলাজ!

১০
করে চাল চুরি
করে বাহাদুরি
কেউ কেউ আজ
কেউ মরে ডরে
কেউ মরে জ্বরে
ওত পাতে বাজ!

১১
কাঁদছে আকাশ
কাঁপছে বাতাস
দিশেহারা সব
ভাসে আঁখিপাতে
প্রতিদিন পথে
মৃত্যুর উৎসব!

১২
কে দেখাবে পথ
কে দেখাবে আলো
আল্লা তুমি ছাড়া
বাঁচাও পৃথিবী
বর্ষাও তোমার
সে করুণাধারা।
১৯-০৪-২০২০