মাথার ওপর গনগনে সূর্য
বনে ও মনে আগুন
পলাশের ডালে ঝুলে আছে রঙের ফাগুন
খুন টগবগে তারুণ্য সেদিন
মুষ্টিবদ্ধ হাতে রাজপথে মিছিলে মিছিলে
বাংলাকে রাষ্ট্রভাষার দাবীতে অনড়
মায়ের ভাষাকে রক্ষার অগ্নিশপথে
প্রকম্পিত নগর যখন
দামাল ছেলেদের দখলে তখন হঠাৎ
বারুদের গন্ধে ভরে ওঠে; রক্তে লাল
হয় ঐতিহ্যের সুজিত শহর
পৃথিবীর ইতিহাসে প্রথম রচিত হয় ভাষার লড়াই
আত্মপরিচয়ের রক্তাক্ত বর্ণমালা ঠাঁই নেয়
মায়ের আঁচলে
শহিদ সন্তান কোলে জননী আমার
হয়ে ওঠে শোকের ভাস্কর্য।
২৫-০১-২০২০