শীত এসেছে শীত এসেছে
দুধকুয়াশায় ভেসে
শীত এসেছে খেজুর রসে
সোনার বাংলাদেশে।

দূরের গাঁয়ে ভোরের তপন
ঝুলে গাছের শাখে
সর্ষে ক্ষেতের কনক প্রভায়
সাজায় বাংলা মাকে।

পাখপাখালির নিদ্রা ভাঙে
খুকির চোখে ঘুম
লেপের ভেতর ভরে রাখে
মিষ্টি রোদের ওম।

ঘাসের শিরে শিশির কণা
খিলখিলিয়ে হাসে
এই অপরূপ রূপ দেখে মোর
চোখ জুড়িয়ে আসে।
১৯-১২-২০২১