(একুশ শব্দে তবক দেয়া স্তবক)

দাদা গেছে, বাবা গেছে
যেতে হবে আমাকেও
আজ অথবা কাল
তবুও আশায় থাকি
রাত্রির অন্ধকার পার হয়ে
যেন আসে সুন্দর সকাল।
১৯-১০-২০২১