মধুবন্তী হেমন্তে ফুটেছে মাতালগন্ধী মহুয়া
সেজেছে মনোমল্লিকা মতিহার সাজে নিসর্গ বাসরে।
দুইজোড়া চোখ, ভীষণ উন্মুখ, অমৃতের অনুসন্ধ্যানে অধরে
রক্তিম অধর ছুঁয়ে ছুঁয়ে যায় ফুলবতী ছাতিম শরীর,
সরসিজ সবুজ যৌবন, মহুয়া নির্যাস;
চোখাচোখি -
চখাচখি অদম্য আহ্লাদে, লীলাবতী নীপবন ছায়া তলে।

শশীমুখ শুভ্রতার নরম আলোয় অবারিত আয়োজনে
নক্ষত্র সভার স্নিগ্ধ ছায়াপথে স্বপ্নরা বেড়ায় হেঁটে।
এই শুভ ক্ষণে এসো বলি দুজন দুজনে ভালোবাসি-
ভালোবেসে যাবো জনম জনমে; হবো না আলাদা
যতদিন না টানে মরণে, ততদিন রবো পাশাপাশি
হৃদয়ের কাছাকাছি একে অপরের বেদনা হরণে।
২৫-১২-২০২১