মাধবিকে বলেছিলাম-
অন্যসকল পতঙ্গদের থেকে দূরে থেকো
তোমার খোলা বুকের সুবাস আমিই কেবল নিবো।
স্বার্থপরতা সয়নি মাধবীর
আমার থেকেই দূরে চলে গেলো। বললো-
"আমার সকল সুরভি সমীরণকেই দিবো।"
সেই থেকে মাধবী আমার জানালায়
দেয় না উঁকি করুণ অভিমানে।
পণ করেছি আমিও
মাধবী তোমার সুরভির জন্য স্বার্থপরই হবো।
২০-০১-২০২১