(একুশ শব্দে তবক দেয়া স্তবকের আবর্তনে রচিত)
অদূরেই অপেক্ষায় ধূসর গোধূলি
স্বপ্নগুলো ফিকে হয়ে গেছে; জীবন সন্ধ্যার
বেশি নেই আর বাকি
তবুও তোমাকে দেখার আশায় চোখ পেতে রাখি।
তোমাকে ভেবে সিনায় মাখি গোলাপের
রঙিন পরাগ
সকাল- দুপুর- সন্ধ্যা, তোমাকে ঘিরেই
সব অনুরাগ
ধূলিধূসরিত চোখে
দেখি যেন তোমাকেই; হারালে অনন্তলোকে।
সারি সারি বৃক্ষের মতোন
সনাতন দুঃখরা যখন বুকের পাঁজর
ভেদ করে ওঠে
তখনও তোমাকে স্পর্শের অনুভবে
গভীর চুম্বন আঁকি গোলাপের ঠোঁটে।
সব আশা মরে গেলেও, আমার-
হৃদয়ের ভাষা তোমার তো আছে জানা;
বাগানবিলাসের রঙিন পাতার মতোন
মাথার উপর
দিও ঝুলিয়ে শান্তির সামিয়ানা।
০৪-০৩-২০২২