এপার ওপার স্মৃতির পাহাড়
মধ্যখানে খর নদী
বুকের গহীনে বেদনার স্রোত
বয়ে যায় নিরবধি।
তোমার আকাশে রোদের শাবক
মেঘেদের আজ ছুটি
আমার আকাশে বেদনার বজ্র
কটকটা কষ্টের ভ্রুকুটি।
বন্ধু ওগো, এমন নিদান দিনে
নিঃশ্বাসে বিশ্বাসে কাছে থাকো
ভেঙ্গো না হৃদয় সম্মিলনী-
সম্পর্কের চারু সাঁকো।
কতদিন আর খেলবে এমন
মন বদলের খেলা
বিহঙের ঠোঁটে সুখ নিয়ে ওড়ে
পালায় সুদূরে সন্ধ্যেবেলা।
থাকুক না কিছু ঋণ কিছু অভিমান
আর সব যেমন এখনো আছে
আঙুলে আঙুল গেঁথে বলো একবার
এই তো আছি তোমারি কাছে।
০২-১২-২০২২