মেঘনা পাড়ের মেয়ে ওগো মেঘনা পাড়ের মেয়ে
চুল শুকাতে দেখতাম তোমায় নদীর জলে নেয়ে।
কিশোর কালের সেই স্মৃতিটা আজো চোখে আঁকা
দীর্ঘদিনের দূরত্ব তাই ভেতর লাগে ফাঁকা।

মেঘনা পাড়ের মেয়ে ওগো মেঘনা পাড়ের মেয়ে
তোমায় দেখতে যেতাম আমি ডিঙি নৌকা বেয়ে।
তোমার মুখে জলের মতো কলকলানো হাসি
জানো তুমি বাজে কানে; আজো ভালোবাসি?

মেঘনা পাড়ের মেয়ে ওগো মেঘনা পাড়ের মেয়ে
অন্ধকারময় জীবন সন্ধ্যা আসছে দ্রুত ধেয়ে
সাঁঝের বেলা আবেগ ঝড়ে একটু কথা বলা
মনে হলেই এই হৃদয়ে বিঁধে বিষের ফলা!

মেঘনা পাড়ের মেয়ে ওগো মেঘনা পাড়ের মেয়ে
আজো খুঁজি তোমায় আমি চোখের জলে নেয়ে।
সময় স্রোতে ভেঙে যাওয়া ভালোবাসার সাঁকো
নাইবা হলো গড়া আবার তুমি ভালো থাকো।
০৮-০৬-২০২২