ফেব্রুয়ারি ভীষণ আবেগ, খুন ঝরানো মাস
ফেব্রুয়ারি মাতৃভক্তির অমল ভাবোচ্ছ্বাস।
          লক্ষ তারার বক্ষ ভেদি
       'খোদার আরশ আসন ছেদি'
পান করেছি মাতৃভাষার সুনির্মল নির্যাস।

ভাষার দাবী তুমুল মিছিল আগুন ক্ষরা রোদ
বুকের ভেতর ছিলো জমা অপমানের ক্রোধ
          স্বৈরিণী এক আদেশ থেকে
             রক্তনদীর ঝর্ণা এঁকে
ফেব্রুয়ারি জাগিয়েছিলো ন্যায় অন্যায়ের বোধ।

পূর্ব বাংলা যেথায় ছিলো বাঙালিদের বাস
মুখের ভাষা কাইড়া করতে চেয়েছিলো দাস
             বাঙালিরা হয়নি নত
           গর্জে ওঠে বীরের মতো
   মুক্তি মিনার ছুঁয়েছিল গর্বে নীলাকাশ।

ফেব্রুয়ারি হার না মানা ত্যাগের ইতিহাস
ফেব্রুয়ারি শিকল বেড়ি আগল ভাঙার মাস
           অন্ধকারে আলোর রেখা
           ঘাড় উঁচিয়ে বাঁচতে শেখা
সন্তান হারা মায়ের বুকের করুণ দীর্ঘশ্বাস।

শহিদ মিনার স্মৃতির স্মারক প্রীতির পরশ মাখা
মুক্তি নিশান বীর বাঙালির বুকের রক্তে আঁকা
               ফেব্রুয়ারির গান
              রক্তে দ্রোহের বান
   মায়ের ভাষা, স্বপ্ন আশা যত্নে ধরে রাখা।

ফেব্রুয়ারির চেতনাতেই স্বাধীন বাংলাদেশ
একাত্তরে ছড়িয়েছিল ভাব তরঙ্গের রেশ
        মায়ের সম্মান রাখলো যারা
           বইয়ে বুকের রক্ত ধারা
একুশের সেই শহিদ ভাইদের শ্রদ্ধা অনিঃশেষ।
               ২২-০১-২০২১