রূপ লাবণ্য ক্ষণস্থায়ী অহংকারের কিছুই নাই
প্রকৃতিতে নজর দিলেই হাজার রকম প্রমাণ পাই
সকাল বেলার রঙিন কুসুম, বিকেল হলেই ধূসর রঙ
প্রাণ বেরোলেই নাইরে মানুষ, কেবল লাশের গন্ধ পাই।
২৭-১০-২০২১