সম্প্রীতির রাজহাঁস
জবাই করে খাস
এই কি তোদের ধর্ম;
কার উন্নতি চাস?



মগজে তোর কোন শয়তানের বাস
বিবেক বেচে হলি এমন দাস;
সম্প্রীতিতে আগুন দিয়ে কার-
নীলনকশা তুই বাস্তবায়ন চাস?
১৭-১০-২০২১