(বিজয় মাসের প্রথম দিনে সবাইকে বিজয়ের ৫০ বছরের শুভেচ্ছাসহ দুইটি রুবাই)
১
নয়টি মাসের যুদ্ধ শেষে পেলাম বিজয় পেলাম দেশ
ঘরে ঘরে দুর্গ গড়ো শেখ মুজিবের এ নির্দেশ
পেয়ে জাতি বাঁশের লাঠি তুললো হাতে সাহসে
জয় বাংলা জয় স্লোগান তুলে পাকি জান্তা করলো শেষ।
০১-১২-২০২১
২
মুজিব তোমায় লক্ষ সালাম বিজয়ের এই পঞ্চাশে
লাল-সবুজের ওই পতাকায় তোমারই তো মুখ ভাসে
সাতই মার্চে কণ্ঠ তোমার ওঠতো যদি না গর্জে
থাকতে হতো বন্দী আজো পরাধীনতার নাগপাশে।
০১-১২-২০২১