মোমিনদেরকে আল্লাহ বলেন-
“ফরজ করলাম রোজা
ভেবো না তা আমার থেকে
চাপিয়ে দেয়া বোঝা।
ছিলো যারা এই জগতে
তোমাদেরও আগে
রোজা রাখা ফরজ ছিলো
তাহাদেরও ভাগে।
যাতে তোমরা হতে পারো
অধিক পরহেজগার
পরকালে পেতে পারো
জান্নাত পুরস্কার।”
নবি বলেন, “রোজা হলো
আত্মশুদ্ধির মাস
মোমিনদেরকে ফিরায় হতে
বদ খবিশের দাস।
নেক আমলের সাথে পালন
করতে পারলে রোজা
ক্ষমা করবেন মহান প্রভু
সকল পাপের বোঝা।”
এসো মোমিন শুদ্ধাচারে
কাটাই রোজার মাস
নিশ্চিত করি পরকালে
নিজের স্বর্গবাস।
নামাজ রোজা ফেতরা আদায়
বাড়িয়ে দানের হাত
এসো গড়ি সর্বোপরি
সুখের আখেরাত।
০৩-০৪-২০২২