শঙ্খের ধ্বনিতে সমুদ্রের গর্জন বোঝায়
শূন্যতা- কেবল শূন্যতা ফুঁ এর বাঁশি বেয়ে
বিরল বেদনা অবিরল ধারায় প্রবহমান।
রাতের নির্জনে হাতের রেখায় দৃষ্টির ব্যর্থতা
হৃদয় ভাঙার আওয়াজ, ভাঙা কাঁচ পথে পথে
চলার গতিতে যতি টানে বার বার
বুকের ভেতরে দুর্মদ দুঃখের দাপাদাপি।
তবুও স্মৃতির সমুদ্রে নতুন চর জাগে
চোখের তারায় লাগে বসন্তের আভা
অনুভূতির অনঙ্গ আঙিনায় স্তরে স্তরে জমে
ফুলালেডা রঙ। জংধরা জীবন সাজে
ভাঁজে ভাঁজে পলাশের লালে। অন্তরালে
অদেখার অনন্ত অসুখ ঝাঁকেঝাঁকে
এঁকেবেঁকে চলে পায়ের আঙুল থেকে
মস্তকের কোষে অবাধ উল্লাসে। অভিরাম-
বসন্তে অশান্ত হৃদয় তবুও তোমাকেই খোঁজে
প্রতিটি রাত্রির অবসানে নওরোজে।
চেনা অক্ষরে বক্ষের সমতলে আঁকে
প্রতীতির প্রতিলিপি প্রহ্লাদি মেজাজে।
১৩-০২-২০২২