তোমার ঠোঁটের সুগন্ধি উষ্ণতা
মনখারাপের অসুখ সারায়
জেগে ওঠা ক্ষয়িষ্ণু শরীর আদিগন্ত
আড়ষ্টতা ঝেড়ে, কেমন আশ্চর্য
ওসাইন বোল্ট হয়ে যায়।

রাত্রির গ্রীবায় ঝুলন্ত জোছনা,
অরণ্যে ছায়ার ক্যাম্প,
সোনালতা শরীরের উন্মাতাল আহবান,
কেবল জাগায়, কেবল জাগায়।
আহ! দ্রুত, কী দারুণ দ্রুত
শব্দহীন ডানায় বসন্ত চলে যায়।

অসংখ্য গম্বুজ ও গীর্জার ভীড়ে
তোমাকে, কেবল তোমাকেই ঘিরে কল্পনার বসবাস
হায়! রাত্রির তিমির শেষে তাবৎ সৌন্দর্য শুষে
রেখে যাও অসবুজ এক অদ্ভুত ইউক্যালিপটাস।

তোমার প্রস্থানে বুকের উপত্যকায়
প্রেম নয়, প্রলম্বিত হতে থাকে দীর্ঘশ্বাস।
দৃষ্টির দিগন্তে, লরেল বনের ব্যথিত মাথায়,
অনিবার্য আড়ষ্টতায় আবার
ঘুমিয়ে পড়ে অপরিমেয় কষ্ট নিয়ে
এক অনিল আকাশ।
১০-০৩-২০২৪