(একুশ শব্দের আবর্তনে স্বরবৃত্তে রচিত)

প্রণয় পীড়ায় শ্রাবণশরীর এই
কাঁপছিলো যে খুব
গরম জলের দেখে প্রস্রবণ
তায় দিয়েছি ডুব
সুখধারাতে ভিজে দুটি মন
হঠাৎ হলো চুপ।

সেদিন ছিলো ঝড়বাদলের রাত
ছিলো ফেরার তাড়া
এখন আমার দীর্ঘ অবসর
দুচোখ নিদ্রা হারা
আটকে আছি একলা ঘরে আজ
সেই তুমিটা ছাড়া।

আমার আকাশ এখন সূর্যহীন
নেই সে আলোর খেলা
ডানায় মাখা হয়নি নরম রোদ
ঘনায় সন্ধ্যাবেলা
স্মৃতির তিতির অস্থিরতায় মরে
পেয়ে অবহেলা।

কাউকে যে আর হয়নি ভাবা আজো
তোমার অধিক প্রিয়
ব্যস্ততাদের করে অন্তরীণ
একটু খবর নিও
প্রেমানলের ক্ষতের সান্ত্বনায়
চুমুর মলম দিও।
২৪-০২-২০২১