বাংলা কবিতা বাংলাদেশ এর ব্যানারে ২৭ আগস্ট ২০২২ শনিবার ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হলো
জাতীয় শোক দিবসের কবিতাঞ্জলি ও আলোচনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা কবিতার মাননীয় এডমিন-৩ কবি কবীর হুমায়ূন। সঞ্চালনায় ছিলেন কবি মুহাম্মদ মনিরুজ্জামান। বাংলা কবিতা ও অন্যান্য সাহিত্য সংগঠনের যেসকল সম্মানিত কবি ও অতিথিবৃন্দ অনুষ্ঠান আলোকিত ও সাফল্যমণ্ডিত করেন তারা হলেন -
১। কবি কবীর হুমায়ূন ;
২। কবি সরদার আরিফ উদ্দিন ;
৩। কবি শামস সবুজ;
৪। কবি অধম নূর ইসলাম ;
৫। কবি মোঃ শামীম উল্লাহ;
৬। কবি মুহাম্মদ মনিরুজ্জামান ;
৭। কবি তোফায়েল আহমেদ;
৮। জনাব অমিও বিশ্বাস;
৯। কবি মিলি হক, সম্মানিত অতিথি, সভাপতি, সাহিত্যবন্ধন;
১০। জনাব ইলা, সম্মানিত অতিথি;
১১। কবি মোঃ মোজাম্মেল হোসেন;
১২। কবি কামরুজ্জামান কায়েস, সম্মানিত অতিথি ;
১৩। কবি ও গীতিকার রুনা লায়লা;
১৪। কবি আফরিনা নাজনীল মিলি;
১৫। কবি ও গীতিকার প্রফেসর ড. মোস্তফা দুলাল;
১৬। আরিশা আমিন, জনাব মোঃ আমিনুর রহমানের শিশু কন্যা;
১৭। জনাব মোঃ আমিনুর রহমান, সম্মানিত অতিথি ;
১৮। কবি জে এস এম অনিক;
১৯। কবি সুরকার কণ্ঠশিল্পী ও বংশীবাদক সারওয়ার মাহিন; সম্মানিত অতিথি ;
২০। কণ্ঠশিল্পী মোছা. আম্বিয়া, সম্মানিত অতিথি ;
২১। কবি ফরিদ হাসান;
২২। কবি জাহিদ হোসেন রঞ্জু;
২৩। কবি মোঃ বুলবুল হোসেন;
২৪। কবি মোঃ জাকির হোসেন বিপ্লব;
২৫। ডা. সানজিদা এরিনা, সম্মানিত অতিথি ;
২৬। জনাব মোঃ মাসুম, উপপরিচালক, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, সম্মানিত অতিথি ;
২৭। জনাব মোঃ সালাহউদ্দিন, সম্মানিত অতিথি;
২৮। মানহা (শিশু)
২৯। মিহরান (শিশু)
৩০। প্রমি বিদ্যা (শিশু) প্রমুখ।

সংগীত, কবিতা পাঠ, শোকাবহ আগস্টের ওপর আলোচনা ও ১৫ আগস্টে শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ অন্যান্যদের রুহের মাগফেরাত কামনা এবং বংশীর সুরধ্বনিতে মুখর অনুষ্ঠান শেষে বাংলা কবিতার ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে আলোচনা হয়। আলোচনায় প্রতি তিন মাস অন্তর একটি কবিতা পাঠের আসর অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটি আন্তর্জাতিক কবিতা উৎসব আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়।
পরিশেষে সভাপতি সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন এবং সকলের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
২৭-০৮-২০২২