প্রিয় যদি হই কারো চোখে, ইশারায় ডেকে নিক কাছে;
বুক চিরে দেখে নিক, কত প্রেম তুলে রাখা আছে।
কোনোদিন কেউ এসে এই মন, কারো বলে করে যদি দাবী;
প্রমাণক শুধু তার, পাসকোড দিয়ে রাখা বিশ্বাসের চাবি।
ঐশ্বরিক এ চাবির পিনকোডে গড়মিল হবে যার;
হৃদয়ের এ নগরে পাবে না সে কোনোদিন প্রবেশের অধিকার।
২৩-০৯-২০২২