চোখ বুজে আমি খুঁজি বালিহাঁসের পালকে গড়া ওমঘর
আঙ্গুলে কোমল কাদা লেগে থাকে, হাতে ওঠে আসে
সনাতন শ্যাওলার আস্তর!

পদ্মের নাভিতে এঁকে দিতে চাই মোহন আল্পনা
মোহময় কারুকাজ সবুজ পল্লবে জলের কল্লোলে
পড়ে না চোখে বিষাক্ত নাগিনীর ফণা!

বহুকাল অকর্ষিত যে মাঠ, সে মাঠের মাটিতে গড়ে নিতে চাই
আপন ঠিকানা। অনাবাদি জমিতে শস্যের দানা বুনে দেখি
তাতে রয়েছে অন্যের মালিকানা!

ভুল পথে যেতে ভয়, প্রেমান্ধ আবেগ পথ ও অপথ কিছুই মানে না
কিছুই মানে না।
০৪-০২-২০২০