বুলেট এবং বারুদের সমুখে সহাস্যে
সঁপে দিয়ে নিজ প্রাণ
বলেছিলে তোমরা সাহসে, "বাংলাদেশ-
হতে দেবো না শ্মশান।"
তোমরা ছিলে বলেই, আমরা পেয়েছি এ স্বাধীন সার্বভৌম দেশ
তোমাদের কীর্তি যতই বলি, হবে না-
বলা কোনোদিন শেষ।
পতাকার পতপত শব্দ রোজ, তোমাদের
জীবনের কথা কয়
তোমাদের আত্মা কীভাবে ও কতটা পুড়ে
হয়েছে হিরক হিরন্ময়।
একটা মন্মথ ধ্বনি এসে দরজায় প্রতিদিন
টোকা দিয়ে যায় বারবার
ডানপিটে ডিসেম্বর এনেছিলে তাই
বোধের গলির সরেছে আঁধার।
হে মহান বীর, ধরিত্রীর শ্রেষ্ঠ সন্তানেরা
চিরকাল অম্লান অক্ষয়
শাশ্বত সুন্দর শব্দে, লিখে দিয়ে গেছো
আমাদের পরিচয়।
পায়রার পালকের মতো, শিশিরগন্ধা এ
নরম সন্ধ্যার মতো নাম
রেখেছি হৃদয়ে। তোমাদের ভুলবো না।
লও আমাদের সশ্রদ্ধ সালাম।
০৩-১২-২০২৩