পূর্ণিমার আলো
- লতিফ রেজা

কত রঙের আলো..
তার-ই মাঝে তুই..
এই দুই চোখ তোকে চেনে..
পূর্ণিমার আলো দরজা ছুঁয়ে তোকে খোঁজে..
কথা দিয়েছি আরো একদিন আসতে..
তোর শরীরে তাকে খুঁজতে..
শেষ হওয়ার আলিঙ্গন..
দুঃখের ঘেরাটোপে, তুই বাঁচতে চাওয়ার কারন ।।
আমার সৃষ্টি জগৎ..
কল্পনার আলপনায় সাজানো..
...........................।।

শেষ আলিঙ্গন
- লতিফ রেজা
কত রঙের আলো..
তার-ই মাঝে তুই..
এই দুই চোখ তোকে চেনে..
পূর্ণিমার আলো দরজা ছুঁয়ে তোকে খোঁজে..
কথা দিয়েছি আরো একদিন আসতে..
তোর শরীরে তাকে খুঁজতে..
শেষ হওয়ার আলিঙ্গন..
দুঃখের ঘেরাটোপে, তুই বাঁচতে চাওয়ার কারন ।।
আমার সৃষ্টি জগৎ..
কল্পনার আলপনায় সাজানো..

.............................................
একই লেখক একই কবিতা দুইটি ভিন্ন শিরোনাম। বাংলা কবিতা ডট কমের পাতায় বাছাইকৃত লেখা
কলামে কীভাবে ঠাঁই পেল? কবিতা দুটি চুরি হওয়া কবিতা বলে লেখকের নিকট জবাব চেয়ে এডমিনের পোস্ট দেখেছিলাম। অনেকের সাথে আমিও চোরের শাস্তি চেয়ে মন্তব‌্য দিয়েছি। তবে কেন ও কীভাবে একই বিষয়বস্তু সম্বলিত কবিতা দুটি ভিন্ন শিরোনামে বাছাইকৃত লেখা কলামে গেল? এ কলামে সাধারণত বিশিষ্ট কবিদের কবিতাই দেখা যায়। বিশিষ্ট কবিদের কলামে তস্করের কবিতা দিয়ে বিশিষ্টদের কি অসম্মান করা হয়নি?