৬
চলছে সময় ঘড়ির কাঁটায়
জীবন যেন পদ্মপাতার পানি
ছাড়তে হবে মায়ার ভুবন-
তবুও তার আশায় পেতে রাখি
ভালোবাসার অমল আসনখানি।
৭
পলাশ শিমুল হৃদয়ে দেয় দোল
রঙিন ফাগুন আগুন জ্বালে বুকে
বিরহী মন ঝরায় চোখে পানি
লুকিয়ে আছো কোন সে অচিনলোকে!
৮
হেমন্ত যায় শীতের চাদর আজো
হলো না তোর শিউলিসফেদ বুক
মেললি না তোর ঘুমকাতুরে চোখ
উষ্ণতাহীন বাড়ছে কেবল
ভালোবাসার অসুখ!
৯
নারীর হৃদয় এমন
বৈচিত্রে ভরপুর
অলিগলি ধোঁয়া ধুলি-
দ্রুত যানের ধকল শেষে
পার হলেও জেব্রাক্রসিং দোর
মন পেলাম না ওর!
৩০-১০-২০২০