প্লিজ! বাধা দিও না এখন
সর্বাঙ্গ ভিজাবো-
সাগর সঙ্গম মোহনার মিষ্টি জলে;
করো আয়োজন।
তারপর লোনা জলে দেবো ভাসিয়ে
শরীরের সব ক্লেদ।
সাড়ম্ভে সাজাও-
রমনানন্দের নন্দন কানন
করবে ক্লিওপিডের তীর লক্ষ্য ভেদ।
ভালোবাসা ছাড়া কোনো গতি নাই
আমি ঝিনুকের বুকে মুক্তো হয়ে ক্লান্ত দেহে
সুখের ঘুম ঘুমাতে চাই।
প্লিজ ! বাধা দিও না এখন...
০৮-০১-২০২২