সবুজ তো সবাই ভালোবাসে; ভালোবাসে না মৃতের কাফন
নিভৃতে ঝরা পাতার হয় মাটিতে দাফন!

আমি এক ঝরা পাতা সকলেই যায় পায়ে দলে
শোনে না কান পেতে কেউ মর্মর শব্দে
পাতার হৃদয় কত যে ব্যথার কথা বলে!
১১-০১-২০২০