পাতার ঘরে জোছনা ঝরে টাপুরটুপুর
মনের সুখে শিশির বাজায় জলের নূপুর
শুক-শারি গায় আপন মনে
অধর চুমে সঙ্গোপনে
হর্ষোৎফুল্লে কাটায় দুজন বিজন দুপুর!
২৯-১২-২০১৯