চৈত্রনিশির আকাশ হতে একটি করে নিভে যাচ্ছে তারা
কষ্ট বুকে চলছে বয়ে জীর্ণশীর্ণ স্রোতস্বিনীর ধারা।
লঞ্চের ইঞ্জিন বন্ধ করে সারেং ঘুমায় চুপ
আঁধার ঘেরা প্রকৃতির আজ এ কোন রুদ্র রূপ!
নদীর চরে নেই এখন আর সবুজ কাশের ঝোপ
ধরার বুকে করছে জমা হাজার লাশের স্তুপ!
পানকৌড়িরা অবাক তাকায় এ কী মানবহাল
কাটবে কবে এমন করুণ মৃত্যু করোনাকাল!
পূবের আকাশ ওঠবে কবে আলোক রেখায় ভরে
ভাল্লাগে না প্রাণের ভয়ে বন্দি থাকতে ঘরে!
দেশ বিদেশে ঘুরে বেড়াক মুক্ত মানব মন
পাক ফিরে ফের নতুন করে পানকৌড়ি জীবন।
২৯-০৩-২০২০