শরতদিনে, মনখারাপের ছুটি
তোমার ঠোঁটে, উপচে পড়ুক
দুগ্ধধবল হাসি
নাচুক সুখে, চোখের পাতা দুটি
এখন না হোক, পর জনমে
থাকবো পাশাপাশি।
চোখের জলে, লেপ্টে গেছে লেখা
কষ্ট করে, পড়ে নিও
ভেজা খামের চিঠি
বকুলতলায়, হঠাৎ হলে দেখা
বৃষ্টি ধোয়া, দৃষ্টি দিয়ে
জুড়িয়ে নেবো দিঠি।
একাকীত্বের, অন্ধকারে হেঁটে
ক্লান্ত হয়ে, ঘুমিয়ে থাকা
অভিমানী মেয়ে
শিশিরগন্ধা রঙিন ভোরের গেটে
নাড়লে কড়া, ওঠো জেগে
ভৈরবী গান গেয়ে।
১৬-০৯-২০২২