অভিমানের অস্বচ্ছ আইল্যান্স চোখে লাগিয়েছো
বলেই কার্যত কিছুই দেখো না। বুকের বাগানে
অনাদরে ঝরে যায় কত সুগন্ধি বকুল, হৃদয়ের কতটা গভীরে
পৌঁছে যায় বেদনা বৃক্ষের বিষাক্ত শেকড় বট শেকড়ের মতো,
তার কিছুই দেখো না তুমি। অনুভূতির দেয়ালে জমিয়ে
রেখেছো কেবল সন্দেহের শ্যাওলা আস্তর।
ভুল বিশ্বাসের স্তুপে লুকিয়েছো উটপাখি গ্রীবা
মনবিহঙ্গের স্বপ্নরঙিন পাখায় তোমার প্রবল ভীতি
চোখের তারায় দোল খায় অপ্রীতির অলীক উদ্যান।
অথচ জানো না, শুধু তোমাকে ভেবেই পার করি
হিমাহত একাকীত্বের সুদীর্ঘ রাত; ভাবনার করিডোরে
ছড়িয়ে ছিটিয়ে রাখি আবলুস ঘ্রাণ কিংবা কামোদ্রেক জাফরান।
তুমি একবার কাছে এলেই আমার সমস্ত সত্তায়-
খরাহত দুঃখের ধরায় আচানক বেজে ওঠে মিয়া তানসেন
উচ্চাঙ্গ ঝংকারে মেঘ বাদলের গান। কী রকম অদ্ভুত ও
অতিপ্রিয় দৈব দ্যোতনায় ভাষাতীত আনন্দে হৃদয় দুলে
নিঃসঙ্গতার বিশাল বিবর্ণ চত্বর ভরে ওঠে ফুলে ও ফসলে।
অভিমানের অস্বচ্ছ আইল্যান্স একবার চোখ থেকে
খুলে দেখো, আমার এ চোখ ভাসিয়েছো কতটা কষ্টের জলে।
০৪-০১-২০২২