প্রতিদিন রোদ আসে মনের উঠোন জুড়ে
ভালোবাসা ঘিরে থাকে হৃদয়ের চারিধার
তোমাকে ছাড়া ভাবতে পারি না কিছুই
চোখের তারায় নামে ঘন ঘোর আঁধিয়ার!
তুমিহীন এ উঠোন জুড়ে রোদ, এ আমার নয় অহংকার
বরং ঘনায় ঘরে ও বাহিরে অমারাতের বিপুল অন্ধকার!
২৫-০২-২০২০