পৃথিবীর বুকে বেড়ে গেছে অসভ্য উত্তাপ
চারিদিকে খুন, ধর্ষণ, ধর্মের বাড়াবাড়ি

জ্বরের ভেতর বেঘোরে জাবর কাটি আগুনের কণা
ভালোবাসার দেবতা কৈলাসে কোমায়

ইলেক্ট্রিক তারে ঝুলে থাকা মৃত বাদুড়ের মতো
উল্টো হয়ে ঝুলে আছে মানবতা ঘোলা মৃত চোখে

করোনা ভাইরাসের আতঙ্কে অস্থির সত্যান্বেষী সুশীল সাধক
মুখে পরে আছে নিরাপদ মাস্ক-মুখের কুলুপ

নিজের জীবন বাঁচানোর প্রাণপণ চেষ্টায় সবাই ব্যস্ত
স্বস্থি ভুলে অস্থির সময় হরিণের পিছে চিতার মতো দৌড়ায়

কে আছে এমন, জলপট্টি বেঁধে পৃথিবীর
শরীরে অসভ্যতার উত্তাপ কমায়?
২৫-০১-২০২০