বিশ্বাস করো, কোনও কাজ নাই, তবু
যাই স্মৃতির বন্দরে।
চোখের সমুদ্রে উঁচু উঁচু ঢেউ ভিজিয়ে যায় নরম-
পলিময় হৃদয় সৈকত।
তুমি আছো তাই অকারণেই পিছনে ছুটি-
ফেলে আসা স্মৃতির পিছনে- আনমনে ছুটি
বাসনা মিটাতে-যদি দেখা পাই আগামীর সুখ-
অস্থির অসুখের ওষুধ।

বহুদিন না দেখার তৃষ্ণা, টোপাজ চোখের-
ইশারায় যাই ভুলে যাই বেদনা সকল
চাতক হৃদয় অনুভূতির বিশুষ্ক উপকূলে
সজিবতার একটুখানি সুখবারী চায়।
নারিকেল পাতার নেকাব গলে- চুইয়ে চুইয়ে
পড়া ঝলমলে-
রোদের মতোন, ঘাসের ডগায় শিশির কণায়
ডুবে থাকা
প্রভাত রবির কিরণের মতোন তোমার হাসি-
দেখার আশায় আজও সেখানে যাই, যেখানে এসেছি রেখে
শেষবার বন্ধক, বিমল ভালোবাসা চরম অক্ষমতায়
আকাশ চূড়ায়।

বিশ্বাস করো সেখানে এখনও যাই, যেখানে একাকী-
বসে এই শহরের লাল-নীল আলো,
কুয়াশাপুকুরে ডুবে থাকা রাতের নির্জনতায়
একাগ্র বসে ভালোবাসার কথা ভাবা যায়।
যেখানে গেলেই চেতনার চিলেকোঠা-
বোধের আঙিনা
মাধবী সৌরভে ভরে যায়- সেখানে আজও আমি যাই।
আমাকে যেতেই হয়- অদৃশ্য সুতার টানে
ভেজা ভেজা সুখ কার্তিক অঘ্রাণে বাবুই চড়ুই
কিংবা শীতে ওমের সন্ধানে পরিযায়ী-
পাখিরা যেমন করে যায়।

যেখানে গেলেই জোছনা প্লাবিত ভেজা রাত
হৃদয়ে হাত বুলায়
চোয়ালের তিল, চিবুক, কপোল চেপে ধরে
চুম্বকী আকর্ষণে সেখানে আমি যাই।
এলোমেলো চুল দুহাতে সরাই; কাঁপা কাঁপা ঠোঁটে
ঠোঁটের উষ্ণতা কফির মতোন শুষে খাই।
অয়োময় হাত, হাতের আঙুলে আঙুল সেলাই
ব্যাকুল হৃদয়ের দোলায়
জীবনের বাকি দিনগুলো দূরে-
থেকেও যেন আরও কাছে পাই।

বিশ্বাস করো, আহত স্মৃতিরা চেতনার উপকূলে হাঙ্গরের-
মতোন সদলে হানা দিলে, নিরুপায় আমি মনেমনে
দুঃখের দেয়াল ভেঙে তোমার প্রদীপ্ত প্রীতির
অমল আঁচলের তলেই লুকাই।
৩০-১২-২০২০