বিষন্নতার সুতোয় বোনা নিঃসঙ্গতার চাদর
ওমহীনতার গল্প শোনায় মাঘের তীব্র শীতে
ভোরের আলোয় রোদ পোহাতো শীতাহত শরীর
উষ্ণ চুমুর আদর যদি অঙ্গে মেখে দিতে।
পূর্বাকাশের সূর্য পড়ে অস্তাচলে হেলে
মনের জোরে মধ্যাকাশে যায় কি ধরে রাখা;
মনের ঘরে মাংসের দেয়াল হয়নি আজো তোলা
কদিন বলো রাখবে এমন ভিতর বাহির ফাঁকা?
০১-০২-২০২২