বঙ্গবন্ধুর সাতই মার্চের বজ্রকণ্ঠ ভাষণ
স্বাধীনতার ইস্পাতকঠিন শপথ
নয় মাসের সুদীর্ঘ সংগ্রাম-অজস্র মৃত্যু
পার হয়ে
রক্তে ভেজা উর্বর পলিমাটিতে
স্বাধীনতার সবুজ বৃক্ষে ফোটে বিজয়ের
সুবাসিত ফুল। অতঃপর-
মানচিত্র ও স্বাধীন সত্তায়
মহাগৌরবের সাথে অদ্ভুত অহংকারে
লাল-সবুজ পতাকা
স্বদেশের বুকে পতপত করে উড়ে!
১১-১২-২০২০