যতই বলি বাঁচবো না - বাঁচবো না
তোমাকে ছাড়া
ততই তুমি রোপন করো হৃদয়ে আমার
অবহেলার চারা।
তাই তো বুঝি বাড়ছে দিনে দিনে
মায়াপাখির ছায়াপথে চলে যাবার তাড়া।
২১-০১-২০২২