(একুশ শব্দের আবর্তনে স্বরবৃত্তে রচিত)
মোহের জালে আটকা পড়ে
চলে গেছে মনবাগানের মালী
বুকের উঠোন জুড়ে
ফোটে না আর ভালোবাসার ফুল
অবিশ্বাসের ঘুণপোকারা চলছে কেটে মূল!
মাছের যখন পচন ধরে মাথায়
ফুলকাতে আর হয় না শ্বসন কাজ;
গোড়া কেটে আগায় ঢাললে জল
বাঁচে কি আর খাদ্যবিহীন গাছ?
সোনার ডিমের লোভে
কাটলে হাঁসের পেট
যায় কি পাওয়া ডিম?
বিবেক যখন অন্ধ তখন ব্যর্থ নীতিকথা
জীবনপ্রদীপ দেয় নিভিয়ে
হাজার বিষণ্নতা।
২২-০৩-২০২১