তেলার মাথায় তেল
পরের মাথায় বেল
ভেঙে নাকি খাওয়াটাই
এ যুগের ফ্যাশন;
           নাই যাদের কাজ
           তারাই মহারাজ
           কে কী পাবে তা বলে দেয়
           নতুন এ ন্যাশন।

দিলে কাড়ি টাকা
ভাগ্যের চাকা
তারা নাকি দিতে পারে
তুড়িতে ঘুরিয়ে;
           ঘুরে যায় মাথা
           হিসেবের খাতা
           মিলাতে মিলাতে অকালেই
           গেছি তাই বুড়িয়ে।
০১-১১-২০২১