তুমি জানো না, জানো না
আবেগের নদী হয় কতটা গভীর
কী গতিতে ছুটে আর
কত জোরে ঢেউ তার ভাঙে তীর।
ভাঙনে আমার ভয়
স্পর্শের গভীরে ছিলো বোঝোনি অনুরণন
চাইনি টর্পেডো গতি
বেছে নিয়েছি তাই স্থিতধী শম্বুক জীবন।
রিকশার হুড ফেলা
ভেজা চোখ ফিরে ফিরে চকিত চাওয়া
হলো না, হলো না
কাছে পেয়ে খুব কাছে প্রণয়ে পাওয়া।
করপুটে ধরা সুখ
কর্পূরের মতো গেলো হাওয়াতে মিশে
অক্ষে পারিনি মিলাতে যে হিসাব
সে হিসাব কেমনে মিলাবো নষ্ট দ্রাঘিমায় এসে!
০৮-১১-২০২১