(একুশ শব্দের আবর্তনে অক্ষরবৃত্তে রচিত)

অনুভূতির দেয়ালে পড়েছে শ্যাওলার আস্তর
চেতনার দুয়ারে লেগেছে খিল
দৃষ্টির সীমানা জুড়ে নষ্টদের নির্মিত পাঁচিল
দেখতে দেয় না দিগন্তের সুশোভিত নীল।

লজ্জায় নতজানু মস্তক
হৃদয়ের চৌকাঠে মৃত্যুর সাইরেণ
সারাক্ষণ শংকিত অন্তর;
আপোষকামীর
নপুংশক দায় এড়াতে ঐন্দ্রিলা
কবিতার শরীরে ফুলের সুরভি
মাখি নিরন্তর।

তুমিতো জানোই
কলমের ডগা থেকে শব্দ ঝরার আগেই
ঝরে যায় সাম্যবাদী লেখকের প্রাণ
বুকের ভেতরে ভয়ের সিন্ধুকে
লুকিয়েও অনেকে পায়নি পরিত্রাণ।

কী হবে আর সাহস দেখায়ে তেমন
লিখে মেহনতি মানুষের
অধিকার আদায়ের বিপ্লবী স্লোগান
তারচে বরং এটাই ভালো অক্ষত
থাকুক কবিতার বাগান।

আমি হারিয়ে গেলেও
ডায়েরির পাতায় নিরব শুয়ে থাকা
পাপড়ির ধূসর ফসিল দেখো অনিমেষ
এতেই খুঁজে পাবে দুর্নীতিমুক্ত
এবং দুর্জন বিসর্জিত বাংলাদেশ।
০৩-০৩-২০২১