‘এলোচুলে বাঁধলে খোঁপা’ সূর্য হাসে ঘাড়ে
আড়াল থেকে ঈর্ষকাতর সাপে ছোবল মারে!
গায়ের গন্ধে যায় মাখা যায় সুগন্ধি সব সেন্ট
মনের ময়লা পরিষ্কারের নাই তো ডিটারজেন্ট।
নকশি কাঁথার ওমের মতো কোথাও প্রেম নেই
গতর পোড়ে ভেতর বাড়ির সুপ্ত আগুনেই।
ফুল চলে যায় ভুল বিশ্বাসে আলোকবর্ষ দূরে
প্রশান্তির ঘুম লেপ্টে থাকে মলিন বালিশ জুড়ে।
জোছনা লুটে মেঘলা আকাশ, আঁধার বোধের গলি
আক্কেল দোষে ঠকার কথা, কেমন করে বলি!
গোপন ব্যথা রাখলে গোপন মানি ভোল্টের মতো
কাছের মানুষ সুখ নিতে চায় খামচে পুরান ক্ষত।
মেঘ, রোদ্দুর আকাশ হওয়ার স্বপ্ন পুড়ে ছাই
নকশি কাঁথার ওমের মতো কোথাও প্রেম নাই।
২১-০৭-২০২২