একটি খাঁটি মাটির হৃদয় দিয়েছিলাম লিজ
চুক্তি ছিলো বুনবে সেথায় ভালোবাসার বীজ।
ভালোবাসার বীজ না বুনে করলো বিষের চাষ
অবিশ্বাসের সেচে করলো দ্বিগুণ সর্বনাশ।
মনের আকাশ মেঘলা ভীষণ চোখের গ্রামে বৃষ্টি
ব্যথার ঊর্মি ভাঙে হৃদয় নেই কারো তায় দৃষ্টি।
যত্ন করে আগলে রাখা বুক পকেটের ভাঁজে
নকশী আঁকা সেই রুমালটা লাগছে সঠিক কাজে।
অশ্রুভেজা রুমালটাতে সুগন্ধি নেই আর
হৃদয় পোড়া গন্ধের সাথে ছড়ায় হাহাকার।
বৃষ্টি এবং চোখের জলের এমন মাখামাখি
অনন্তকাল চলবে জেনেও তার আশাতেই থাকি।
মাটির হৃদয় মরু হলো চোখের গ্রামে বৃষ্টি
ভাসাক আমায় ভালো থাকুক অন্য সকল সৃষ্টি।
শোকের শাবল আবোলতাবোল হানবে আঘাত যত
নকশী রুমাল করবে আড়াল বুকের সকল ক্ষত।
২৬-০৬-২০২৩