নিঃসঙ্গ ডাহুক

রূপকথার সেই রাজকুমারীর, গল্প থাকুক তোলা
অপ্রেমের সব অন্ধকারও, ভাঙুক আলোর জ্যোতি
আয় না মেয়ে খুব সাধারণ, চুমুর গন্ধ মেখে
আমাদের প্রেম পূর্ণতা পাক, হোক আজ অরুন্ধতী।

আয় না ভাঙি ইগোর তালা, ছুঁই বিরহের দাগ
এই পৃথিবী ভীষণ কৃপণ, কজনকে দেয় সুখ
আনন্দ থাক তোরই একার, দে সব দুঃখের ভাগ
আয় ধুয়ে নিই যন্ত্রণাতে, দগ্ধ হওয়া বুক।

কমল কোমল এই পাঁজরে, আবেগ বন্দী করে
আর কতকাল কাতর হয়ে, কাঁদবো অন্ধকারে
দেখ চেয়ে তুই প্রেম লয়ে আজ, সোনার কাঠি ছাড়াই
নিঃসঙ্গ এক ডাহুক ডাকে, তোর হৃদয়ের দ্বারে।
০১-১১-২০২৪