(একুশ শব্দের আবর্তনে অক্ষরবৃত্তে রচিত)
কী এমন দিন এসেছে! সর্বত্র নিঃশ্বাসে বিশ্বাসে
ভাইরাস; ঊর্ণনাভজাল;
অনাকাঙ্ক্ষিত মৃত্যর পরোয়ানা পকেটে পকেটে।
ঐন্দ্রিলা, তোমার অধর ছোঁয়া হয় না কতকাল!
রাত্রি গভীর হলেই চেতনার চিলেকোঠা
ঘিরে ধরে বিষাদের নীলরঙ মাছে;
তবুও যেতে চাই সত্যের কাছে, সুন্দরের কাছে
এবং আলোকিত দিনের কাছে।
যেতে চাই তোমার কাছে ঐন্দ্রিলা।
ঐন্দ্রজালিক মোহময়তা আমাকে ভীষণ টানে;
আতংক কিংবা কাল্পনিক অভিজ্ঞানে
এভাবে দূরত্ব দূরত্ব খেলার নেই কোনো মানে।
পাথরে পাথর ঘষে আগুন জ্বালানোর সভ্যতা
কবেই হয়ে গেছে অতীত
আত্মনিমগ্নতায় ঐন্দ্রিলা-
এসো হৃদয়ে হৃদয় ঘষে নির্মাণ করি শাশ্বত
সুন্দরের ভীত।
০৪-০৩-২০২১