শীতবুড়ি শুষে নিয়েছে নদীর জলরাশি
তলদেশে জমা হয়ে আছে ধূ ধূ বালির আস্তর
উত্তরের রুক্ষ হাওয়ায় উধাও হয়েছে অধরের হাসি
হাসলেই রক্তে ভিজে ওঠে বিশুষ্ক অধর।

প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার প্রাণান্তকর
প্রচেষ্টা বৃক্ষের – অতিপ্রিয় পাতাদের করে পরিত্যাগ।
হিমশৈলে আটকে গেছে বুকের বাসনা চঞ্চল আবেগ।

প্রচণ্ড তুষারপাতে ঢেকে গেছে হৃদয়ের ক্যানভাসে
লেখা নাম। চোখের পর্দায় মৃতের কাফন-হাহাকার!
জানালার কাঁচে ঘনীভূত বাষ্পে লিখে রেখে গেলাম অস্ফুট
শব্দের নৈবেদ্য। তোমার নজরে পড়বে কিনা জানি না।

ভাঁপা পিঠার ভাঁপের মতো কেন এসেছিলে জমাট জীবনে
আর কেনইবা নিমেষে হলে নিরুদ্দেশ?
১৪-০১-২০২০