আনন্দে আমার হৃদয়বন্দর মেতে ওঠে ঘন
কোলাহলে
যখন তোমার গাঙচিল চোখ আলো ফেলে
মনাকাশের সপ্তর্ষিমন্ডলে!
যখন তাকাও রাত্রি শেষের ম্রিয়মান চাঁদের চোখে
অজানা আশংকা ঢেউ খেলে যায় এই বুকে!
আলো-আঁধারির রহস্যময় রঙ্গমঞ্চ করে কুর্ণিশ
চিরতরে নিক বিদায় ২০১৯
নতুন আলোয় দোয়েলের শিষে হোক শুরু ২০২০।
তোমাকে জানাই নতুন বছরের হার্দিক শুভাশিস।
৩১-১২-২০১৯